Shebaru

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার

আপনি যে কোন কাজই করেন না কেন তার মধ্যে সৃজনশীলতা ও দৃষ্টিনন্দন কিছু উপাদান লাগবেই। আর তার থেকে সৃষ্টি এই গ্রাফিক্স ডিজাইন। আপনার কাজকে আরও সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে গ্রাফিক্স এর অবদান অনস্বীকার্য। আর এই ডিজাইনগুলোকে কিভাবে সহজেই তৈরি করবেন তার জন্য নানা সফটওয়্যার আছে। আজ আমরা অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর নাম ও ব্যবহার বিধি জানব। আর আপনি যদি একজন প্রাথমিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনার বা এডভান্স লেভেলের ডিজাইনার হোন না কেন আজ সব ধরনের সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যাতে আপনি আপনার নির্দিষ্ট সফটওয়্যার বেছে নিতে পারেন কাজ অনুযায়ী।

গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলো নাম কি ?

বর্তমানে অনেকগুলো গ্রাফিক্স সফটওয়্যার আছে। তবে কাজের ক্ষেত্রে সব সফটওয়্যার ব্যবহার করা যায় না। আর কিছু কিছু সফটওয়্যার অনেক জটিল আবার কিছু অনেক সহজ। প্রাথমিক বা এডভান্স লেভেলের সব ধরনের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার বাজারে এখন পাওয়া যায়। আর তার থেকে সবচেয়ে জনপ্রিয় আর ব্যবহার উপযোগী কিছু সফটওয়্যার এর নাম হলঃ

১. এডোবি ফটোশপ

সবচেয়ে বহুল জনপ্রিয় আর সমাদৃত গ্রাফিক্স সফটওয়্যার এর নাম এডোবি ফটোশপ। সবাই এই ফটোশপ সম্পর্কে জানে। এর ব্যবহার বিধি খুব জটিল না। তবে এটি ফ্রি ভার্সন নেই। আপনি যদি প্রাথমিক লেভেলের ডিজাইনার হন তবে এই এপ্স দিয়ে কাজ আপনার জন্য কষ্ট সাধ্য হবে। কারন মাসে প্রায় $ ২০.৯৯ খরচ বহন করতে হবে। যা খুবই ব্যয় বহুল। তবে ইন্টারনেট থেকে আপনি এর ক্র্যাক ভার্সন পেয়ে যাবেন সহজেই। যা দিয়ে কিছুদিন কাজ করতে পারবেন। তবে যখন প্রফেশনাল কাজ করবেন তখন পেইড ভার্সন কিনে কাজ করা ভালো।

এই মাধ্যমে আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন। স্ট্রোক, ব্লেন্ড, সহ যাবতীয় সব কাজ করা যায়। আপনি যদি ক্র্যাক ভার্সনে কাজ করেন তবে আরো টুলস পাবেন। আর পেইড এ পাবেন সব সর্বশেষ আপডেটেড সব টুলস। কারন তারা সব সময় গ্রাহকের কথা ভেবে সফটওয়্যার এর কাজ করে। যারা নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড এর লিংক দেয়া হল। যা থেকে সহজেই আপনি কাজ শুরু করতে পারেন। আর লিংকটি হলঃ https://www.adobe.com/products/photoshop.html

২. এডোবি ইলাস্ট্রেটর

এই সফটওয়্যার দিয়ে আপনি লোগো, প্যাকেজিং, ওয়েব গ্রাফিক্স , সহ অন্যান্য সব ধরনের ডিজাইন অনায়াসে করতে পারবেন। তবে এর জন্য আপনাকে বছরে গুনতে হবে $২৩৯.৮৮। যা একজন নতুন গ্রাফিক্স ডিজাইনার এর জন্য ব্যয়বহুল। তবে আপনি যদি প্রফেশনাল হন এবং এই কাজে আপনার প্রচুর ইনকাম আসে, তবে অবশ্যই আপনি এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করবেন। কারন এর সাহায্যে কাজে যে নিপুনতা আসে তা কাজর সৌন্দর্য বাড়িয়ে তুলে।

অনলাইনে আপনি অনেক ক্র্যাক ভার্সন পাবেন এই ইলাস্ট্রেটর এর। তবে তা কিছু দিন পর পর চেঞ্জ করতে হয়। আর অনেক সময় না দেখে এই সব সফটওয়্যার ডাউনলোড এর সময় ভাইরাস আক্রমন করে ল্যাপটপ /কম্পিউটারে। তাই দেখে শুনে ক্র্যাক ডাউনলোড করবেন। তেমনই একটি ক্র্যাক সর্বশেষ ক্র্যাক ভার্সন লিংকঃ https://clippingpanda.com/adobe-illustrator-crack-2022/ । যা দিয়ে আপনি ইলাস্ট্রেটর এর মতো সুবিধা পাবেন।

৩. ইংকস্কেপ

ফ্রি এপ্স এর মধ্যে ইংকস্কেপ অনেক বেশি লোকপ্রিয়। কারন ভেক্টর ইমেজ তৈরিতে এটি বেশ ভালো কাজ করে। সব ধরনের ডিজাইন খুব দ্রুত করা যায় বলে গ্রাফিক্স ডিজাইনারদের কাছে এটির মূল্য অনেক। আর ওপেন সোর্স এই এপ্স দিয়ে কিছু অসুবিধা হলে তাদের কমিউনিটি গ্রুপ থেকে আপনি সাহায্য নিতে পারেন। ফ্লেক্সিবেল ড্রয়িং টুলস , পাওয়ারফুল টেক্সট টুল, বিজাইয়ার এন্ড স্পাইরো কার্ভ এই এপ্সকে আরো বেশি গ্রহনযোগ্য করে তুলেছে। তাছাড়া ডিজাইন করা ফাইল যেকোন ফরমেটে ডাউনলোডের অপশন আছে এইখানে।

৪. ভেক্টার

আপনার গ্রাফিক্স ডিজাইনকে যদি এডিট করতে চান সবচেয়ে সহজে, দ্রুত ও দক্ষতার সাথে, তবে তা সম্ভব ভেক্টার এপ্স দ্বারা। আপনার যদি কোন অভিজ্ঞতা নাও থাকে, তবে আপনিও পারবেন এই এপ্স দিয়ে ডিজাইন তৈরি করতে। আর এর সাহায্যে পরিষ্কার ও চমৎকার ছবি ডিজাইন করা সম্ভব। এর সাহায্যে আপনি ব্লার ফ্রি লোগো, প্রেজেন্টেশন, ওয়েবসাইট মক আপ, ২ডি গ্রাফিক্স, সহ আরো অন্যান্য কাজ করতে পারবেন।

৫. ব্লেন্ডার

৩ ডি গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে ব্যবহৃত ওপেন সোর্স হল ব্লেন্ডার সফটওয়্যার। এর সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন , যা অন্য সোর্সে পারবেন না। আর এর জন্যই এই এপ্স সবচেয়ে ব্যতিক্রম ও জনপ্রিয়। এই এপ্সের ফিয়েচারগুলো হলঃ

  • মডেলিং
  • স্কাল্পটিং
  • গ্রীজ পেন্সিল
  • রেন্ডারিং
  • সিমুলেশন
  • এনিমেশন এন্ড রিগিং
  • ভিডিও এডিটিং
  • স্ক্রিপ্টিং
  • ভিএফএক্স
  • ইন্টারফেস
  • পাইপলাইন

এতসব ফিচার ছাড়াও আছে সাপোর্ট সুবিধা। যার ফলে আপনি কাজের ক্ষেত্রে কোথাও সমস্যায় পড়লে তারা আপনাকে দ্রুত সাহায্য করবে।

৬. গ্র্যাভইট ডিজাইনার

আপনি যদি ভেক্টর এপ্স দিয়ে লোগো, আইকন, ডিজাইন, টাইপোগ্রাফি সহ অন্যান্য কাজ করতে চান তবে গ্র্যাভইট ডিজাইনার এপ্স আপনাকে সেই সব সুবিধা দিবে। আর এছাড়াও এই সফটওয়্যার দিয়ে আপনি ইউ ডিজাইন, প্রেজেন্টেশন, ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন সহ যাবতীয় অন্যান্য কাজ করতে পারবেন। তাদের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলো হলঃ

  • সবখানে এক্সেস করার সুবিধা। অর্থাৎ যে কোন ডিভাইস বা সফটোয়্যার এপ্লিকেশনে এটি ব্যবহার উপযোগী।
  • এছাড়া আছে আনলিমিটিড ফ্ল্যাক্সিবিলিটি।
  • অটো সেভ অপশন
  • টাচ ইন্টারফেস
  • ক্লাউড ইন্টিগ্রেশন
  • এবং বিগিনার থেকে প্রফেশনাল সবাই এটি সহজেই ব্যবহার যে করতে পারে

৭. ক্যানভা

বর্তমানে সবার ওপেন সোর্স এই সফটোয়্যারটি সবচেয়ে প্রিয়। কারন এতে রয়ছে হাজার খানেক টেম্পলেট প্রায় প্রতিটি বিষয়ের উপর। আপনি সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার বা লোগো, অথবা সিভি বা কন্টেন্ট এর জন্য ছবি তৈরি সব কিছুই নিমিষেই তৈরি করতে পারবেন এখানে। এছাড়া টাইপোগ্রাফি সহ অন্যান্য লেখার টুল ও কালার ভ্যারিয়েশন পাবেন এই এপ্সে। সহজেই ব্যবহার উপযোগী বিধায় এই এপ্স যে কেউ ব্যবহার করতে পারবেন।

৮. স্কেচাপ

থ্রি ডি ডিজাইনের জন্য জন্য বেস্ট হল স্কেচাপ। এই খানে আপনি যেমন পাবেন প্রফেশনালদের জন্য স্পেশাল টুল। তেমনই পাবেন বিগিনারদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রাফিক্স ডিজাইন শেখার। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্যই আছে তাদের আলাদা প্যাকেজ। যা তাদের প্রফেশনাল মনোভাব ফুটিয়ে তোলে।

আপনি যখনই এই গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্স শিখতে যাবেন প্রায় প্রত্যেকে এই সফটওয়্যার এর ব্যবহার আপনাকে শিখাব। কারন এইগুলো ফ্রি। তবে কাজে দক্ষ হয়ে উঠলে অবশ্যই পেইড ভার্সন নিয়ে কাজ করা উচিত। কারন এতে আপনার দক্ষতা আরো বৃদ্ধি পাবে। যা আপনার কাজের গতি ও নেশাকে সমৃদ্ধ করবে। গ্রাফিক্স ডিজাইন কোর্স ঢাকা দিয়ে সার্চ করলে আপনি উপযুক্ত কোর্স সিলেক্ট করতে পারবেন। যাতে করে আপনি গ্রাফিক্স এর কোর্স অনলাইনে বসে করতে পারবেন। এছাড়া গ্রাফিক্স সম্পর্কিত আমাদের আরো আর্টিকেল আছে যা দেখে আপনি ধারনা নিতে পারবেন কিভাবে এগিয়ে যাবেন এই ক্ষেত্রে। আর তা হলঃ

১। গ্রাফিক্স ডিজাইন কি ও কিভাবে শিখব?

২। ২০২২ ফ্রিল্যান্সিং কোথায় শিখব

8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%আমাদের আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিবেন কমেন্ট বক্সে। সবার আগে সবর্শেষ তথ্য পেতে থাকুন সেবারুর সাথে।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top